গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে দুটি কারখানার সহস্রাধিক শ্রমিক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। রাত দশটার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। রাত দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছে কারখানার শ্রমিকেরা। এতে সড়কের দুপাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
আজ ১৭ সেপ্টেম্বর রোববার রাত দশটার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার ইয়াসমিন স্পিনিং মিলস্ লিমিটেড নামে সুতা তৈরির কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে রাত সাড়ে ১০টার দিকে একই গ্রুপের তালহা স্পিনিং মিলস্ লিমিটেডের শ্রমিকেরা অবরোধ শুরু করে।
ইয়াসমিন স্পিনিং মিলস্ লিমিটেডের নারী শ্রমিক কুলসুম আক্তার অভিযোগ করেন, প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু আজ মাসের ১৭ তারিখ চলে গেলেও মালিক পক্ষ বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করছে। আমাদেরকে আজ নয় কাল এমন করে এক সপ্তাহ যাবৎ ঘুরাচ্ছে। তাই বাধ্য হয়ে রাস্তা নেমে এসেছি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়ক অবরোধের কারণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে কষ্ট হচ্ছে। হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও জেলা পুলিশের একাধিক সদস্য সড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।’