হোম > সারা দেশ > ঢাকা

জনপ্রতিনিধি বা প্রভাবশালী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী যে-ই হোক না কেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। আজ রোববার বেলা ১১টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
গত ৩০ মে মেহেরপুরের গাংনী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন র‍্যাবের সদস্য এসআই উত্তম কুমার রায়। তাঁর শারীরিক অবস্থা এবং চিকিৎসাসংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে আসেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। 

এ সময় এম খুরশীদ বলেন, ‘সে যখন আহত হয়, তাৎক্ষণিকভাবে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা ডাক্তারদের সহযোগিতায় এখন অনেকটাই ভালো আছে।’ 

এম খুরশীদ বলেন, আমরা ইতিমধ্যে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছি। এখনো আমাদের অভিযান চলছে। 

ডিজি বলেন, র‍্যাব সব সময় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। ওই এলাকায় আমাদের মাদকবিরোধী অভিযান চলছে। এখন সময় এসেছে মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার। এই মাদকের ছোবল থেকে আমাদের সন্তানদের বাঁচাতে না পারলে ভবিষ্যতে চাকরি দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। 

ডিজি বলেন, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে এ রকম মাদক, জঙ্গি ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযানে গিয়ে আমাদের ৩৩ জন সহকর্মী জীবন দিয়েছেন ও ১ হাজারের বেশি সহকর্মীর অঙ্গহানি হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ