হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে সিঁদুর তৈরির কারখানায় আগুন, ২২ লাখ টাকার ক্ষতি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে সিঁদুর তৈরির একটি কারখানা আগুনে পুড়ে গেছে। এতে কারখানার ২২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা বলে দাবি করে শিবচর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা যায়, শিবচর পৌরসভার চর শ্যামাইল কাজীর দোকান এলাকায় ব্যবসায়ী রবীন্দ্রনাথ মণ্ডল ‘রাজলক্ষ্মী এম্পোরিয়াম’ নামে একটি সিঁদুর তৈরির কারখানা পরিচালনা করে আসছেন। সোমবার রাতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানাটি পুড়ে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার মালিক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘আমার কারখানায় আগুনের কোনো কাজ করা হয় না। দুটি বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে কাজ করা হয়। গতকাল সন্ধ্যার সময় বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে আমরা চলে যাই। রাতে আগুনের ঘটনা ঘটে। আমার ধারণা, কেউ ইচ্ছে করে শত্রুতাবশত অগ্নিসংযোগ করে আমার এত বড় ক্ষতিসাধন করেছে। আমার প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু