হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর গোবিন্দপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে রুপা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টার দিকে গোবিন্দপুরে আবু তাহেরের টিনশেড বাসা থেকে রুপার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদা রহমান বলেন, ‘ভোরে খবর পেয়ে গোবিন্দপুরের বাসা থেকে রুপার মরদেহ উদ্ধার করি। এ সময় রুপার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।’ 

এসআই আরও বলেন, মৃত রুপা আক্তার গোবিন্দপুরে আবু তাহেরের টিনশেড বাড়িতে দুই সন্তান ও স্বামী আবু জাহেরকে নিয়ে ভাড়া থাকতেন। জাহের দিনমজুর ছিলেন। ভোরে পারিবারিক কলহের জেরে স্বামী আবু জাহের স্ত্রীর বুকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান রুপা। মারা যাওয়ার পরপরই আবু জাহের পালিয়ে যান। তাঁকে ধরতে মাঠে কাজ করছে পুলিশ। 

রুপার ছোট বোনের স্বামী মো. রুবেল জানান, ভোরে চিৎকার শুনে রুপার বড় ছেলে রিফাতের ঘুম ভাঙে। তখন সে দেখে তাঁর মা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। আর বাবা দৌড়ে গেট দিয়ে পালিয়ে যাচ্ছে। 

মৃত রুপা আক্তারের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার উত্তর চরমার্টিন গ্রামে। রুপার বাবার নাম মো. হাফেজ মিয়া। 

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ