হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার ফুটপাত বিক্রি: অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার ফুটপাত বিক্রি করে জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ আগামী সোমবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট দায়ের করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২১ নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট। 

সেই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, সিআইডি ও রাজউককে ফুটপাত বিক্রির সঙ্গে জড়িতদের তালিকা ৬০ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া যাতে আর কেউ ফুটপাত দখল করতে না পারে সে ব্যাপারে মনিটরিং টিম গঠন করতেও নির্দেশ দেন আদালত।

নির্দেশনা অনুসারে প্রতিবেদন দাখিল না করায় এইচআরবির পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। 

মনজিল মোরসেদ বলেন, ফুটপাত হলো জনগণের চলাচলের রাস্তা। তা দখল ও বিক্রি করে কিছু প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তারা অর্থ উপার্জন করছে। এটি বন্ধে নির্দেশনা দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট