হোম > সারা দেশ > ঢাকা

হাদিসুরসহ আটকে পড়া নাবিকদের ক্ষতিপূরণের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউক্রেনে বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানসহ সব নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে এনে তাঁদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু নৌ-পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে সংগঠনটি। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিহত হাদিসুরের পরিবারে বাবা-মা ও ৩ ভাই-বোন রয়েছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর বাবা একটি বেসরকারি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ভাবি বোনেরা সবাই এখনো পড়াশোনা করছেন।’ 

হাদিসুরের ভাই গোলাম মাওলা প্রিন্স বলেন, ‘ভাইকে তো আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন ভাইয়ের লাশটা যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করেন এবং তাঁদের দুই ভাইয়ের পড়াশোনা ও চাকরির ব্যবস্থা করেন।’ 

বঙ্গবন্ধু নৌ-পরিষদের সভাপতি আশরাফ ইবনে নূর নিহত মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ সহ আটকে পড়াদের ফিরিয়ে আনার লক্ষ্যে বঙ্গবন্ধু নৌ-পরিষদের পক্ষ থেকে পররাষ্ট্র, নৌ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতি আহ্বান জানান। 

 ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের আরেক নাবিক রবিউল আওয়ালের ভাই জাকির হোসেন বলেন, ‘আমার ভাইসহ বাকি ২৮ জন নাবিককে ফিরিয়ে আনা হোক। এ জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করি।’ 
 
এ সময় বঙ্গবন্ধু নৌ-পরিষদ এবং বাংলাদেশের সব মেরিনারদের পক্ষ থেকে কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—নিহত হাদিসের মরদেহসহ জীবিত ২৮ জন নাবিককে দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনা, হাদিসুরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা ও সব নাবিককে ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসা। 

সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু নৌ-পরিষদের সভাপতি আশরাফ ইবনে নূর, সাধারণ সম্পাদক শের শাহ, নিহত হাদিসুর রহমানের ছোট ভাই গোলাম মওলা প্রিন্স এবং আটকে পড়া অন্যান্য নাবিকদের স্বজনেরা উপস্থিত ছিলেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির