হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে কাভার্ডভ্যান-সিএনজির সংঘর্ষে নিহত ২ 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে অটোরিকশা চালক মো. আমিনুল ইসলাম (৫০) ও একই উপজেলার ছোট আনুলিয়া এলাকার মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (২৬)।

পুলিশ জানান, সকালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে পাটুরিয়াগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন এবং গুরুতর আহতাবস্থায় অটোরিকশা যাত্রীকে উদ্ধার করে ঘিওরের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার চালক কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত ফেরি পার হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে কাভার্ডভ্যান জব্দ করা হয়। এরপর অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ ইব্রাহিম জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন