হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে কাভার্ডভ্যান-সিএনজির সংঘর্ষে নিহত ২ 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে অটোরিকশা চালক মো. আমিনুল ইসলাম (৫০) ও একই উপজেলার ছোট আনুলিয়া এলাকার মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (২৬)।

পুলিশ জানান, সকালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে পাটুরিয়াগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন এবং গুরুতর আহতাবস্থায় অটোরিকশা যাত্রীকে উদ্ধার করে ঘিওরের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার চালক কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত ফেরি পার হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে কাভার্ডভ্যান জব্দ করা হয়। এরপর অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ ইব্রাহিম জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২