হোম > সারা দেশ > ঢাকা

কাশ্মীরে আগুনে পুড়ে নিহত ৩ বাংলাদেশির লাশ ঢামেকে

ঢামেক প্রতিবেদক

ভারতের কাশ্মীরে শ্রীনগরের হাউসবোটে আগুন লেগে নিহত তিন বাংলাদেশির মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। 

আজ বুধবার বিকেলে দিল্লি থেকে একটি কার্গো বিমানে করে তাদের মৃতদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনটি মৃতদেহ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে বিমানবন্দর থানা-পুলিশ। মৃতদেহ তিনটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

জানা গেছে, অনিন্দ্য কৌশল নাথ রাঙামাটিতে নির্বাহী প্রকৌশলী ও ইমন দাশগুপ্ত বিভাগীয় উপ-প্রকৌশলী হিসেবে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট ভবন নির্মাণের দায়িত্ব পালন করেন। আর মঈনুদ্দিন ব্যবসায়ী। তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। 

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ভারতের কাশ্মীরে একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই প্রকৌশলী ও এক ব্যবসায়ীর মৃতদেহ তিনটি কার্টুনে একটি কার্গো বিমানে করে ভারতের দিল্লি থেকে দেশে আসে। পরে তিনটি মৃতদেহের ময়নাতদন্ত ও ডিএনএ প্রোফাইলের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্চুয়ারিতে রাখা হয়। এই তিনজনের মৃতদেহই আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। ডিএনএ প্রোফাইলের মাধ্যমে এই তিনজনের মৃতদেহ শনাক্ত করা হবে। 

এরআগে গত ১১ নভেম্বর কাশ্মীরে হাউসবোটে আগুন লেগে তিন বাংলাদেশি মারা যায়।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ