হোম > সারা দেশ > ঢাকা

কাশ্মীরে আগুনে পুড়ে নিহত ৩ বাংলাদেশির লাশ ঢামেকে

ঢামেক প্রতিবেদক

ভারতের কাশ্মীরে শ্রীনগরের হাউসবোটে আগুন লেগে নিহত তিন বাংলাদেশির মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। 

আজ বুধবার বিকেলে দিল্লি থেকে একটি কার্গো বিমানে করে তাদের মৃতদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনটি মৃতদেহ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে বিমানবন্দর থানা-পুলিশ। মৃতদেহ তিনটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

জানা গেছে, অনিন্দ্য কৌশল নাথ রাঙামাটিতে নির্বাহী প্রকৌশলী ও ইমন দাশগুপ্ত বিভাগীয় উপ-প্রকৌশলী হিসেবে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট ভবন নির্মাণের দায়িত্ব পালন করেন। আর মঈনুদ্দিন ব্যবসায়ী। তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। 

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ভারতের কাশ্মীরে একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই প্রকৌশলী ও এক ব্যবসায়ীর মৃতদেহ তিনটি কার্টুনে একটি কার্গো বিমানে করে ভারতের দিল্লি থেকে দেশে আসে। পরে তিনটি মৃতদেহের ময়নাতদন্ত ও ডিএনএ প্রোফাইলের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্চুয়ারিতে রাখা হয়। এই তিনজনের মৃতদেহই আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। ডিএনএ প্রোফাইলের মাধ্যমে এই তিনজনের মৃতদেহ শনাক্ত করা হবে। 

এরআগে গত ১১ নভেম্বর কাশ্মীরে হাউসবোটে আগুন লেগে তিন বাংলাদেশি মারা যায়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন