হোম > সারা দেশ > ঢাকা

ইচ্ছাকৃত লুকিয়ে থাকলে খুঁজে বের করা কঠিন: ইসি আনিছুর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ আত্মগোপনে আছেন বলে মনে করছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। 

ইসি আনিছুর বলেন, পারিপার্শ্বিক যে কথাগুলো আসছে তাতে মনে হচ্ছে তিনি (আসিফ) আত্মগোপনে আছেন। এ সময় প্রার্থী নিখোঁজের ঘটনায় ভোটের মাঠে নতুন কোনো মেরুকরণ হবে না বলেও জানান ইসি। 

নিখোঁজ প্রার্থীকে খুঁজে বের করার নির্দেশ ছিল জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘গণমাধ্যমের সামনে এসে সে বলবে কোথায় কীভাবে গিয়েছিল। আমাদের কাছে এটুকু তথ্য আছে, সরকারি কোনো বাহিনী এ কাজটা করেনি।’

আনিছুর রহমান আরও বলেন, যদি কেউ লুকিয়ে থাকে ইচ্ছা করে, তাহলে তাঁকে খুঁজে বের করা একটু ডিফিকাল্ট। নিখোঁজ প্রার্থীর অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। 

বিএনপির সংসদ সদস্যের পদত্যাগে শূন্য হওয়া ৬ আসনে আগামীকাল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের এক দিন আগেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রার্থী আবু আসিফ আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বলছেন, শুক্রবার রাত থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাঁরা। 

বিএনপির দলছুট নেতা উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। 

 

 
 

 

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি