অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান ২৬ দিনের অভিযানে সারা দেশে ২৪৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১১০ জনকে। আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৩টি রিভলবার, ৬৭টি পিস্তল, ১৪টি রাইফেল, ৩১টি শটগান, ৬টি পাইপগান, ২৪টি শুটারগান, ২৫টি এলজি, ৩৯টি বন্দুক, একটি একে-৪৭, দুটি গ্যাস গান, ৫টি এয়ারগান, ৭টি এসবিবিএল, এসএমজি ৫টি, টিয়ার গ্যাস লাঞ্চার দুটি এবং থ্রি-কোয়াটার দুটি।
অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।