হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সন্তানসহ পালিয়েছে স্ত্রী, থানার সামনে যুবকের আত্মহত্যার চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে সন্তানসহ পালিয়েছে এমন সন্দেহে থানার গেটের সামনে গাঁয়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন আনন্দ ভূঁইয়া (২৭) নামের এক যুবক। তবে থানার ওসি দ্রুত তাঁকে ধরে ফেলায় এ যাত্রায় বেঁচে যান তিনি।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গেটের সামনে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টাকারী আনন্দ ভূঁইয়া উপজেলার পাঁচরুখি গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার ছেলে। 

আনন্দ জানান, দুই বছর আগে উপজেলার বগাদী গ্রামের সোহেল মিয়ার মেয়ে হালিমাকে (২২) বিয়ে করেন তিনি। তাঁদের একটি সন্তানও রয়েছে। এরই মধ্যে হালিমা অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় আসক্ত হয়। এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তাঁর স্ত্রী ও সন্তান ঘরে নেই। স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে সেই পরকীয়া প্রেমিক রিসিভ করে এবং তাঁকে (আনন্দ) ফোন দিতে নিষেধ করে। এই অভিমান ও দুঃখে কেরোসিন নিয়ে আড়াইহাজার থানার সামনে হাজির হন তিনি। পরে গাঁয়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার এসে তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে গোসল করিয়ে থানা হেফাজতে নেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, থানার সামনের রাস্তায় এক যুবক শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করছিল দেখে দৌড়ে গিয়ে তাঁকে ধরি। যার কারণে তিনি শরীরে আগুন দিতে পারেনি। 

ওসি জানান, থানায় আনন্দের স্ত্রী ও শ্বশুর এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করছি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন