হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সন্তানসহ পালিয়েছে স্ত্রী, থানার সামনে যুবকের আত্মহত্যার চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে সন্তানসহ পালিয়েছে এমন সন্দেহে থানার গেটের সামনে গাঁয়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন আনন্দ ভূঁইয়া (২৭) নামের এক যুবক। তবে থানার ওসি দ্রুত তাঁকে ধরে ফেলায় এ যাত্রায় বেঁচে যান তিনি।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গেটের সামনে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টাকারী আনন্দ ভূঁইয়া উপজেলার পাঁচরুখি গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার ছেলে। 

আনন্দ জানান, দুই বছর আগে উপজেলার বগাদী গ্রামের সোহেল মিয়ার মেয়ে হালিমাকে (২২) বিয়ে করেন তিনি। তাঁদের একটি সন্তানও রয়েছে। এরই মধ্যে হালিমা অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় আসক্ত হয়। এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তাঁর স্ত্রী ও সন্তান ঘরে নেই। স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে সেই পরকীয়া প্রেমিক রিসিভ করে এবং তাঁকে (আনন্দ) ফোন দিতে নিষেধ করে। এই অভিমান ও দুঃখে কেরোসিন নিয়ে আড়াইহাজার থানার সামনে হাজির হন তিনি। পরে গাঁয়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার এসে তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে গোসল করিয়ে থানা হেফাজতে নেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, থানার সামনের রাস্তায় এক যুবক শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করছিল দেখে দৌড়ে গিয়ে তাঁকে ধরি। যার কারণে তিনি শরীরে আগুন দিতে পারেনি। 

ওসি জানান, থানায় আনন্দের স্ত্রী ও শ্বশুর এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করছি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট