হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কারখানায় গ্যাস বিস্ফোরণে আহত ১৫ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানায় গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকার মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ ঘটনা ঘটে। তাতে কারখানার শ্রমিকসহ ১৫ জন দগ্ধ হয়েছেন।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব সামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধ ও আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দগ্ধ ও আহতরা হলেন কারখানার লাইন ম্যানেজার মো. ফজলুর রহমান (৬০), নিরাপত্তা প্রহরী চান মিয়া (৪৫), সুপারভাইজার সবুর মিয়া (৩৫), নিরাপত্তা প্রহরী সোহেল রানা (২৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), সাহাবুল ইসলাম (৪৪), আলমগীর হোসেন (৩০), তৌসিফ ইসলাম (৩২), আরিফ হোসেন (২২), আবুল হোসেন (৩৫), রাকিব হোসেন (৪০), রাশেদ মিয়া (৩০), রফিকুল ইসলাম (৩২), বাবুল মিয়া (৩৫) ও পথচারী সোহেল মিয়া (৫০)।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানার একটি ভবনের নিচতলার একটি কক্ষে সকাল ৮টার দিকে কিছু শ্রমিক কাজ করছিলেন। এ সময় আবদ্ধ কক্ষে গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে প্রথমে আগুন লাগে এবং পরে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সেখানে থাকা লোকজন দগ্ধ ও আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, গাজীপুরে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহত ১৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট