হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কারখানায় গ্যাস বিস্ফোরণে আহত ১৫ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানায় গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকার মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ ঘটনা ঘটে। তাতে কারখানার শ্রমিকসহ ১৫ জন দগ্ধ হয়েছেন।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব সামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধ ও আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দগ্ধ ও আহতরা হলেন কারখানার লাইন ম্যানেজার মো. ফজলুর রহমান (৬০), নিরাপত্তা প্রহরী চান মিয়া (৪৫), সুপারভাইজার সবুর মিয়া (৩৫), নিরাপত্তা প্রহরী সোহেল রানা (২৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), সাহাবুল ইসলাম (৪৪), আলমগীর হোসেন (৩০), তৌসিফ ইসলাম (৩২), আরিফ হোসেন (২২), আবুল হোসেন (৩৫), রাকিব হোসেন (৪০), রাশেদ মিয়া (৩০), রফিকুল ইসলাম (৩২), বাবুল মিয়া (৩৫) ও পথচারী সোহেল মিয়া (৫০)।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানার একটি ভবনের নিচতলার একটি কক্ষে সকাল ৮টার দিকে কিছু শ্রমিক কাজ করছিলেন। এ সময় আবদ্ধ কক্ষে গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে প্রথমে আগুন লাগে এবং পরে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সেখানে থাকা লোকজন দগ্ধ ও আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, গাজীপুরে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহত ১৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস