হোম > সারা দেশ > গাজীপুর

শাশুড়ির পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ায় গৃহবধূর চোখে আঘাত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ শাশুড়ির কথামতো ভোট না দেওয়ায় উপজেলার বোয়ালী ইউনিয়নের তালগাছিয়া এলাকায় গৃহবধূর চোখে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। আহত ওই গৃহবধূর নাম আমেনা খাতুন। 

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আমেনা খাতুনের সৎ শাশুড়ি জনুপা সুরুজ মিয়া নামের এক মেম্বার প্রার্থীকে ভোট দিতে বলেন। কিন্তু আমেনা খাতুন সুরুজ মেম্বারকে ভোট না দিয়ে আলী হোসেন নামের অন্য এক মেম্বার প্রার্থীকে ভোট দেন। এ খবর পেয়ে ক্ষিপ্ত হন সৎ শাশুড়িসহ অন্যরা। এর জেরে গত বুধবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে সৎ শাশুড়ি পাশে থাকা একটি টিনের খণ্ড দিয়ে আমেনা খাতুনের বাম চোখে আঘাত করেন। এতে আমেনা খাতুনের চোখ বেয়ে রক্ত ঝড়তে থাকে। খবর পেয়ে আহত আমেনার স্বামী ও প্রতিবেশীরা মিলে তাঁকে উদ্ধার করে গাজীপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করেন। 

আহত আমেনা খাতুনের স্বামী শাহাবুদ্দিন বলেন, ‘আমার সৎ মাসহ পরিবারের অধিকাংশ সদস্য সুরুজ মেম্বারের পক্ষে নির্বাচন করে। তাঁদের কথা মতো ভোট না দেওয়ায় আমার স্ত্রীকে হত্যার উদ্দেশে চোখে টিনের একটি খণ্ড দিয়ে আঘাত করা হয়েছে। এতে চোখের মণির মারাত্মক ক্ষতি হয়েছে।’ 

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাসার বলেন, ‘ভোটকে কেন্দ্র করে গৃহবধূকে টিন দিয়ে আঘাত করে চোখ নষ্ট করে দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’   

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট