হোম > সারা দেশ > ঢাকা

চেনা রূপে ফিরছে রাজধানী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ছুটি এলেই রাজধানীর চিরাচরিত চিত্র যেন নিমেষেই পাল্টে যায়। মহল্লা, অলিগলি, এমনকি প্রধান সড়ক সব ফাঁকা হয়ে যায়। এমন চিত্র ছিল গত কয়েক দিনের। তবে দৃশ্যপট পাল্টে গেছে। রাজধানীতে ধীরে ধীরে ভিড় করছে নাড়ির টানে গ্রামে যাওয়া মানুষগুলো। গতকালই শেষ হয়েছে ঈদুল ফিতরের ছুটি। আজ ঈদের তৃতীয় দিন আবার ঢাকায় ফেরা শুরু হয়েছে সবার। 

আজ বৃহস্পতিবার রাজধানীর গাবতলী, মহাখালীসহ কয়েকটি স্থান ঘুরে ঢাকার সরব চিত্র দেখা গেছে।

ঢাকায় ফেরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার থেকে কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যেই চলে এসেছেন। কেউ কেউ শুক্র-শনি দুই দিন  যানজট ও ভোগান্তির কথা ভেবে আগাম চলে আসার পরিকল্পনা করেছেন। এদিকে ছুটি শেষ হলেও ঢাকার অফিসপাড়ায় রয়েছে ঈদের আমেজ। ছয় দিন ছুটির পর নিজ কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে টুকটাক কাজের পাশাপাশি কুশল বিনিময় করতে দেখা গেছে। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটি শেষ হলেও সবাই এখনো ঢাকায় ফেরেননি। আজ এক দিন অফিস শেষেই আরও দুই দিন ছুটি রয়েছে। তাই কেউ কেউ বৃহস্পতিবার ছুটি বাড়িয়ে শনিবার পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

রাজধানীর গাবতলীতে মিন্টু এন্টারপ্রাইজ নামের একটি বাস থেকে পরিবার নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ফিরেছেন শরিফুজ্জামান। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই ব্যক্তি বলেন, ‘কাল ছুটি শেষ হয়েছে। আমার আজ অফিসে যোগ দেওয়ার কথা। তাই ১২টার পর যাব এই পরিকল্পনা করে রাতেই রওনা হয়েছি।’

সাইফুদ্দিন নামের আরেক যাত্রী বলেন, ‘শুক্র-শনিবার ছুটি থাকলেও আজকেই চলে আসছি। আগামী দুই দিন অনেক যানজট থাকতে পারে। ছোট ছোট বাচ্চা নিয়ে ভোগান্তি যেন না হয় তাই আগাম চলে আসা।’

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডে (ডেসকো) কর্মরত আফরোজা সুলতানা কলি বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকাতেই ছিলাম। ভালো একটা সময় কাটিয়েছি। আজ ছুটি শেষ করে কাজে ফিরলাম। ঢাকার বাইরে যাওয়া কয়েকজন এখনো অফিসে আসেননি। তবে প্রথম দিনে কাজের তেমন চাপ নেই।’ 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব