হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের ১১ জন গ্রেপ্তার

প্রতিনিধি

ভাঙা (ফরিদপুর) : ফরিদপুর ভাঙা উপজেলায় পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ১১ জন সদস্যকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ও কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ৩২টি মোবাইল সেট ও ৫৮টি সিমসহ তাদের আটক করে।

রোববার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ এক সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) জামাল পাশা।

আটককৃতরা হলেন, কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের ফিরোজ ব্যাপারী (৩৩), রায়হান ব্যাপারী (১৯), আকাশ ব্যাপারী (২২), কাউলীবেড়া গ্রামের সাকিব ফকির (২০), কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের ফারুক শেখ (২৭), ওবায়দুর (৩৫), ইব্রাহীম মীর (২২), রাসেল তালুকদার (২১) এবং হানিফ মীর (৪৫), চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের ছিদ্দিক মোল্লা (২৮), আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের হানিফ খন্দকার (২২)।

এ ঘটনায় ওই দিনে ভাঙা থানায় প্রতারণার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং ৭ দিনের রিমান্ড চেয়ে ফরিদপুর আদালতে প্রেরণ করে। আদালত এর শুনানি মঙ্গলবার ধার্য করে।

ভাঙা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ১১ জনকে গ্রেপ্তার করেছি। এরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ