হোম > সারা দেশ > মাদারীপুর

সড়কের দুই পাশের অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর প্রতিনিধি

সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজৈরের টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের টেকেরহাট গরু হাট থেকে সড়ক ও জনপথের (সওজ) রেস্টহাউস পর্যন্ত প্রায় অর্ধশত দোকানঘর উচ্ছেদ করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সড়কের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে গত গত মঙ্গলবার রাজৈর পৌরসভা থেকে নোটিশ দিয়ে মাইকিং করা হয়। পরে আজ বৃহস্পতিবার রাজৈর পৌরসভা কর্তৃপক্ষ ভেকু নিয়ে উচ্ছেদ অভিযানে আসে। এ সময় কয়েকটি স্থাপনা ভাঙা হলে তড়িঘড়ি করে মালামালসহ বাকি স্থাপনাগুলো সরিয়ে নেন দোকানিরা।

সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে মাদারীপুরের রাজৈর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নির্দেশনা আছে সরকারি জায়গায় ও হাটের আশপাশে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তাই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে দুই দিনের সময় দেওয়া হয়েছিল।’

কামরুজ্জামান আরও বলেন, ‘দুদিন অতিবাহিত হওয়ার পরে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। তবে দোকানিরা তাদের স্থাপনাগুলো আগেই সরিয়ে নিয়েছে। আমরা মাত্র কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছি। রাজৈর পৌর এলাকার মধ্যে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১