হোম > সারা দেশ > মাদারীপুর

সড়কের দুই পাশের অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর প্রতিনিধি

সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজৈরের টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের টেকেরহাট গরু হাট থেকে সড়ক ও জনপথের (সওজ) রেস্টহাউস পর্যন্ত প্রায় অর্ধশত দোকানঘর উচ্ছেদ করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সড়কের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে গত গত মঙ্গলবার রাজৈর পৌরসভা থেকে নোটিশ দিয়ে মাইকিং করা হয়। পরে আজ বৃহস্পতিবার রাজৈর পৌরসভা কর্তৃপক্ষ ভেকু নিয়ে উচ্ছেদ অভিযানে আসে। এ সময় কয়েকটি স্থাপনা ভাঙা হলে তড়িঘড়ি করে মালামালসহ বাকি স্থাপনাগুলো সরিয়ে নেন দোকানিরা।

সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে মাদারীপুরের রাজৈর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নির্দেশনা আছে সরকারি জায়গায় ও হাটের আশপাশে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তাই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে দুই দিনের সময় দেওয়া হয়েছিল।’

কামরুজ্জামান আরও বলেন, ‘দুদিন অতিবাহিত হওয়ার পরে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। তবে দোকানিরা তাদের স্থাপনাগুলো আগেই সরিয়ে নিয়েছে। আমরা মাত্র কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছি। রাজৈর পৌর এলাকার মধ্যে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, ইনকিলাব মঞ্চের অবস্থান পরিবর্তন

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে