হোম > সারা দেশ > মাদারীপুর

সড়কের দুই পাশের অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর প্রতিনিধি

সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজৈরের টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের টেকেরহাট গরু হাট থেকে সড়ক ও জনপথের (সওজ) রেস্টহাউস পর্যন্ত প্রায় অর্ধশত দোকানঘর উচ্ছেদ করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সড়কের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে গত গত মঙ্গলবার রাজৈর পৌরসভা থেকে নোটিশ দিয়ে মাইকিং করা হয়। পরে আজ বৃহস্পতিবার রাজৈর পৌরসভা কর্তৃপক্ষ ভেকু নিয়ে উচ্ছেদ অভিযানে আসে। এ সময় কয়েকটি স্থাপনা ভাঙা হলে তড়িঘড়ি করে মালামালসহ বাকি স্থাপনাগুলো সরিয়ে নেন দোকানিরা।

সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে মাদারীপুরের রাজৈর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নির্দেশনা আছে সরকারি জায়গায় ও হাটের আশপাশে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তাই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে দুই দিনের সময় দেওয়া হয়েছিল।’

কামরুজ্জামান আরও বলেন, ‘দুদিন অতিবাহিত হওয়ার পরে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। তবে দোকানিরা তাদের স্থাপনাগুলো আগেই সরিয়ে নিয়েছে। আমরা মাত্র কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছি। রাজৈর পৌর এলাকার মধ্যে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ