গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন (৩৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফারুক হোসেন বলেন, সারাদিন রিকশা চালানো শেষে বাসায় ফিরে অটোরিকশা চার্জ দিতে যায় তোফাজ্জল হোসেন। এ সময় অসাবধানতায় বৈদ্যুতিক তারের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্বজনেরা দেখতে পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা বলেন, তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। পরবর্তীতে পুলিশে ফোন দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।