হোম > সারা দেশ > ঢাকা

প্রাতিষ্ঠানিক নৈতিকতা নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাতিষ্ঠানিক নৈতিকতা নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে বিশেষ কর্মশালা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ফর টিচিং অ্যান্ড লার্নিংয়ের সহযোগিতায় এই আয়োজনে শতাধিক শিক্ষক অংশ নেন। আজ মঙ্গলবার রাজধানীর পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে কর্মশালা হয়। 

 ‘অর্গানাইজেশনাল এথিকস, কালচার অ্যান্ড ভ্যালুস: স্ট্রেংদেনিং টুগেদারনেস’ শীর্ষক কর্মশালায় উপস্থিত সংশ্লিষ্টরা বলেন, একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়তে শুধু শিক্ষাদানই যথেষ্ট নয়, এ জন্য ইতিবাচক মূল্যবোধ ধারণ ও তা অনুশীলন করা জরুরি। এ কারণে আন্তব্যক্তিক যোগাযোগ বৃদ্ধি এবং প্রয়োজনে রূপান্তরকামী নেতৃত্ব তৈরির মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। 

দিনব্যাপী কর্মশালায় নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ ও সংস্কৃতি নিয়ে আলোচনা, মোবাইল প্লেনারি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের সেশন পরিচালনা করা হয়। 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম সামদানী ফকির মুখ্য ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ কে এম ওয়াজেদ কবির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন ফারহানা হেলাল মেহতাব, ডিন মোহাম্মদ তারিক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুব সরওয়ার, সিইটিএল ডিরেক্টর ও ইইই বিভাগের চেয়ারপারসন এ এস এম শিহাবুদ্দিনসহ বিভাগীয় চেয়ারপারসন ও শিক্ষকেরা।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু