হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাইশটেকি গ্রাম থেকে বন্ধুদের সঙ্গে কুমিল্লায় ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন মাজহারুল ইসলাম নামের এক যুবক। গতকাল রোববার রাতে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাজহারুল সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম সিরাজ জানান, গত শনিবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে কুমিল্লায় ঘুরতে যান মাজহারুল। ওই দিন রাত ১০টার দিকে নাফিজ নামে এক যুবক মাজহারুলের বাবার মোবাইলে ফোন দিয়ে জানান মাজহারুল সড়কে আহত হয়ে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন।

এ খবর শুনে পরিবারের লোকজন নাফিজকে চিকিৎসার টাকা নিতে কাঁচপুর আসতে বলেন। কাঁচপুর আসার কথা বললে নাফিজ মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে মাজহারুলের পরিবারের লোকজন তাঁকে না পেয়ে হাসপাতালে যান। গিয়ে দেখেন মাজহারুল আইসিইউতে । পরে সোনারগাঁ থানা-পুলিশকে তাঁরা বিষয়টি জানান। রোববার বিকেলে মাজহারুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এসআই আরও বলেন, সড়ক দুর্ঘটনার কোনো চিহ্ন মাজহারুলের শরীরে নেই। তবে তাঁর মাথায় আঘাত রয়েছে। মাথার এক পাশ ফুলে রয়েছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে।

মাজহারুলের মামা মিলন মিয়া অভিযোগ করে বলেন, তাঁর ভাগনে শনিবার বিকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন। এটা নিশ্চিত একটি হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কুমিল্লায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় মাজহারুল। পরে মাজহারুলের এক বন্ধু স্বজনদের জানায়, ঢাকার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। স্বজনেরা হাসপাতালে গিয়ে মাজহারুলকে মৃত অবস্থায় পেলে সোনারগাঁ থানা-পুলিশকে অবহিত করে। পরে সেখানে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ ঢাকা থেকে এনে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ওসি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে। পুরো বিষয়টি তদন্ত করার জন্য ঢাকা ও কুমিল্লায় পুলিশ পাঠানো হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট