হোম > সারা দেশ > শরীয়তপুর

জমির শ্রেণি পরিবর্তন করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি, দুদকের অভিযানে মিলল প্রমাণ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালায় দুদক। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে জমির শ্রেণি পরিবর্তন করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ বুধবার শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত মাদারীপুর কার্যালয়ের ছয় সদস্যের একটি দল। অভিযানে তারা বেশ কিছু গুরুতর অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে।

জানা গেছে, অনিয়ম-দুর্নীতির মধ্যে ২০২১ সালের ২৮ জুন শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে ৩১০৭/২১ নম্বর দলিল রেজিস্ট্রি করা হয়; যেখানে জমির শ্রেণি দোকানের পরিবর্তে বাগান লিখে দলিল রেজিস্ট্রি করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পায় দুদক।

এ ছাড়া অভিযোগের মধ্যে রয়েছে—দলিলের ফির অতিরিক্ত অর্থ আদায়, নকল উত্তোলনে ২ থেকে ৩ গুণ টাকা আদায়, টাকার বিনিময়ে দাতা-গ্রহীতার নাম পরিবর্তন এবং জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি। দুদক টিম প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে।

এ বিষয়ে দুদক সমন্বিত মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, ‘বেশ কিছু অভিযোগের ভিত্তিতে আজকে (বুধবার) আমরা ছয় সদস্যের একটি টিম শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছি। এখানে সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগ রয়েছে, যেটা অত্যন্ত গুরুতর ও জনসম্পৃক্ত। দুর্নীতি দমন কমিশন মনে করে, এটা নির্মূল হওয়া দরকার।’

শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালায় দুদক। ছবি: আজকের পত্রিকা

আক্তারুজ্জামান বলেন, ‘এর মধ্যে শ্রেণি পরিবর্তন করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ আমরা পেয়েছি। এ ছাড়া অবৈধভাবে অর্থ আদায়, দলিলে অতিরিক্ত অর্থ আদায়, নকল উত্তোলনে ২ থেকে ৩ গুণ টাকা আদায়, টাকার বিনিময়ে দলিলে দাতা-গ্রহীতার নাম পরিবর্তনের মতো গুরুতর অভিযোগ আমাদের কাছে রয়েছে। এ বিষয়ে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি। এগুলো যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে লিখিত প্রতিবেদন দাখিল করা হবে।’

এ বিষয়ে শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার মো. ওমর ফারুক বলেন, ‘দুদকের অভিযানকে আমরা স্বাগত জানাই। এই অফিসের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত আছে কি না, আমার জানা নেই। যদি কারও বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির