হোম > সারা দেশ > শরীয়তপুর

জমির শ্রেণি পরিবর্তন করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি, দুদকের অভিযানে মিলল প্রমাণ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালায় দুদক। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে জমির শ্রেণি পরিবর্তন করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ বুধবার শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত মাদারীপুর কার্যালয়ের ছয় সদস্যের একটি দল। অভিযানে তারা বেশ কিছু গুরুতর অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে।

জানা গেছে, অনিয়ম-দুর্নীতির মধ্যে ২০২১ সালের ২৮ জুন শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে ৩১০৭/২১ নম্বর দলিল রেজিস্ট্রি করা হয়; যেখানে জমির শ্রেণি দোকানের পরিবর্তে বাগান লিখে দলিল রেজিস্ট্রি করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পায় দুদক।

এ ছাড়া অভিযোগের মধ্যে রয়েছে—দলিলের ফির অতিরিক্ত অর্থ আদায়, নকল উত্তোলনে ২ থেকে ৩ গুণ টাকা আদায়, টাকার বিনিময়ে দাতা-গ্রহীতার নাম পরিবর্তন এবং জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি। দুদক টিম প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে।

এ বিষয়ে দুদক সমন্বিত মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, ‘বেশ কিছু অভিযোগের ভিত্তিতে আজকে (বুধবার) আমরা ছয় সদস্যের একটি টিম শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছি। এখানে সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগ রয়েছে, যেটা অত্যন্ত গুরুতর ও জনসম্পৃক্ত। দুর্নীতি দমন কমিশন মনে করে, এটা নির্মূল হওয়া দরকার।’

শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালায় দুদক। ছবি: আজকের পত্রিকা

আক্তারুজ্জামান বলেন, ‘এর মধ্যে শ্রেণি পরিবর্তন করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ আমরা পেয়েছি। এ ছাড়া অবৈধভাবে অর্থ আদায়, দলিলে অতিরিক্ত অর্থ আদায়, নকল উত্তোলনে ২ থেকে ৩ গুণ টাকা আদায়, টাকার বিনিময়ে দলিলে দাতা-গ্রহীতার নাম পরিবর্তনের মতো গুরুতর অভিযোগ আমাদের কাছে রয়েছে। এ বিষয়ে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি। এগুলো যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে লিখিত প্রতিবেদন দাখিল করা হবে।’

এ বিষয়ে শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার মো. ওমর ফারুক বলেন, ‘দুদকের অভিযানকে আমরা স্বাগত জানাই। এই অফিসের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত আছে কি না, আমার জানা নেই। যদি কারও বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল