হোম > সারা দেশ > ঢাকা

সংসদে পরীমণিকে নির্যাতনের বিচার চাইলেন বিএনপির হারুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। সংসদ অধিবেশন চলাকালে তিনি বলেন, ‘সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নাই। অবশ্যই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল এ ব্যাপারে সমস্ত মিডিয়ায় প্রচার হয়েছে, আমার আর কী বলার আছে।’

আজ সোমবার জাতীয় সংসদে আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ আইনটি পাসের সময় জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব ও সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন হারুন।

হারুনুর রশিদ বলেন, ‘পরীমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। তিনি যে ঘটনার শিকার হয়েছেন, চার দিন ধরে তিনি বিচারপ্রার্থী। কিন্তু বিচার পাচ্ছেন না। এটি কি অসত্য? মুনিয়ার ঘটনা ঘটল। এগুলো যাঁরা ঘটাচ্ছেন তাঁরা মাফিয়া।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এমপি হারুন বলেন, ‘সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে বিরাট আকারের সরকারকে নাড়া দিয়েছে, সেই বিষয়গুলোকে সরকার দৃষ্টিতে নেবে বলে আশা করি।’

এর আগে জনমত যাচাইয়ের সময় হারুন বলেন, ‘বাংলাদেশে আইন আছে, কিন্তু তার ব্যবহার নাই। পরীমণির মতো অভিনেত্রী ধর্ষণ ও নির্যাতনের শিকার। কিন্তু আইন থাকার পরও বিচার পাচ্ছেন না।’

ধর্ষণ ও হত্যার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গত রোববার রাতে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন স্মৃতি শামসুন্নাহার ওরফে পরীমণি। পরে রাতে সংবাদ সম্মেলনে রাজধানীর উত্তরায় বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) নাসির উদ্দীন মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করেন। আজ সোমবার সাভার থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ