হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে ২৫ বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা, ১টি জব্দ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

আজ মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

রাজধানী ঢাকায় মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, ভিন্ন রোডে বাস চলাচলসহ চার অভিযোগে ২৫টি বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বাসকে জব্দ করা হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর পৌনে ১২টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীকালে উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে উত্তরা আর্মি ক্যাম্প ও ডিএমপির উত্তর বিভাগের ট্রাফিক পুলিশ সহযোগিতা করে।

আজ মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

সেনাবাহিনী জানায়, খিলক্ষেত এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প এবং বিআরটিএ মোবাইল কোর্টের সঙ্গে চেকপোস্ট স্থাপন করে ২৫টি বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা ও একটি বাস জব্দ করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুসরণীয় রুট অনুসরণ না করার অভিযোগে এসব মামলা দেওয়া হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত