হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে ২৫ বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা, ১টি জব্দ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

আজ মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

রাজধানী ঢাকায় মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, ভিন্ন রোডে বাস চলাচলসহ চার অভিযোগে ২৫টি বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বাসকে জব্দ করা হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর পৌনে ১২টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীকালে উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে উত্তরা আর্মি ক্যাম্প ও ডিএমপির উত্তর বিভাগের ট্রাফিক পুলিশ সহযোগিতা করে।

আজ মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

সেনাবাহিনী জানায়, খিলক্ষেত এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প এবং বিআরটিএ মোবাইল কোর্টের সঙ্গে চেকপোস্ট স্থাপন করে ২৫টি বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা ও একটি বাস জব্দ করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুসরণীয় রুট অনুসরণ না করার অভিযোগে এসব মামলা দেওয়া হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩