হোম > সারা দেশ > গাজীপুর

দেলোয়ারের টিউলিপ বাগানে নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত

গাজীপুরের শ্রীপুরে ফুলচাষি দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে গেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত পাওলা রোস সিনড্রেলা। আজ শুক্রবার সকালে শ্রীপুর পৌর শহরের কেওয়া পুর্বখন্ড গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ফুলচাষি দেলোয়ার হোসেনের বাহারি রঙের টিউলিপ বাগানে ঢোকেন ডাচ্‌ সহকারী রাষ্ট্রদূত। 

পরে তিনি বেশ কিছুক্ষণ টিউলিপ বাগানের চারপাশ ঘুরে ঘুরে দেখেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে টিউলিপ ফুল চাষে তাঁর রাষ্ট্রের পক্ষ থেকে সকল ধরনের কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।

প্রজেক্ট ব্যবস্থাপক সেলিনা হোসেন শেলী বলেন, সকাল সাড়ে দশটার দিকে ডাচ্ সহকারী রাষ্ট্রদূত আমাদের বাগান পরিদর্শনে আসেন। পরে তিনি খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন। ঘুরে দেখেন বাগানের চারপাশ। পরে দুপুরে আমাদের পারিবারিক পিঠা আয়োজনে তিনি যোগ দিয়ে আনন্দ প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে নেদারল্যান্ডসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ফুলচাষি দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা তৃতীয়বারের মতো টিউলিপ ফোটাতে সক্ষম হয়েছি। প্রথমবার অল্প পরিসরে করলেও এবার একটু বড় পরিসরে করেছি। এবার আমাদের কাছ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ইউএসডির একটি প্রকল্প পিকেএসপি সংস্থার মাধ্যমে ৪০ হাজার বাল্ব (বীজ) নিয়ে বিভিন্ন খামারিদের মাধ্যমে টিউলিপ ফুল চাষ করাচ্ছে।

এ ছাড়া যশোর বিএডিসি আমাদের কাছ থেকে ৫ হাজার বাল্ব (বীজ) নিয়ে টিউলিপ ফুলের পরীক্ষামূলক চাষ করছে। এ ফুল চাষে আমাদের পক্ষ থেকে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এবার আমরা ৭০ হাজার টিউলিপ বাল্ব (বীজ) নেদারল্যান্ডস থেকে সংগ্রহ করেছি। যার ২৫ হাজার আমাদের নিজেদের মৌমিতা ফ্লাওয়ার্সে রোপণ করেছি।’

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, সকালে নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে আসেন। এ সময় কৃষি অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এম বশির আহমের ও গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম সঙ্গে ছিলেন। এ সময় ডাচ্ সহকারী রাষ্ট্রদূত নানা সহায়তার আশ্বাস দেন।

শহীদ জিয়ার কবরের পূর্বপাশেই খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন