হোম > সারা দেশ > ঢাকা

অগ্নিকাণ্ডের পর ২০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন বেইলি রোডের শপিং মল, বেচাকেনা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোমবার বেইলি রোডে অবস্থিত বহুতল ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেসমেন্টে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনার পর ভবনটি ২০ ঘণ্টা যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল সোমবার থেকে বন্ধ রয়েছে ভবনের মার্কেট।

এদিকে ঘটনার পর আজ মঙ্গলবার সকালে ভবনটির বেসমেন্টের যেই জায়গায় আগুন লেগেছিল সেটিকে ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে আটকে দিয়েছে সিআইডি।

বেলা দেড়টায় বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে গিয়ে এ দৃশ্য দেখা যায়। ‎

‎গতকাল সোমবার সন্ধ্যায় আগুন লাগে ভবনটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পরপরই ভবনটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ঘটনার ২০ ঘণ্টা পরও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

‎দুপুর আড়াইটার দিকে ভবনটির এক কর্মকর্তা সালমান বলেন, ভবনটিতে এখনো কোনো বিদ্যুৎ নেই। মার্কেটের দোকানদার কর্মচারীরা তাঁদের দোকানে কাজ করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। তবে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপাতত ক্রেতাদের প্রবেশও বন্ধ রাখা হয়েছে।

‎তিনি আরও জানান, সকালে সিআইডি এসে আগুনে পুড়ে যাওয়া স্থানটিতে ফিতা দিয়ে আটকে দিয়েছে। ভবনের সামনে আমরাও লোহার ব্যারিকেড দিয়ে রেখেছি।

‎দুপুর ১টায় সিরাজ সেন্টারে গিয়ে দেখা যায়, সামনের সড়কে যানচলাচল স্বাভাবিক। তবে ভবনটির ফুটপাত ঘেঁষে লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। ভবনটির প্রবেশমুখে কয়েকজন পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত। সামনে দিয়ে চলাচল করা উৎসুক জনতা ভবনটিকে দেখছেন, কেউ ছবিও তুলছেন। আর দোকানের কিছু কর্মচারী গেটের সামনেই দাঁড়িয়ে গল্প করছেন। আশপাশের ভবনগুলোর বেশ কিছু দোকান খুললেও এখনো সিরাজ সেন্টারের বিপরীত পাশের দোকানগুলো।

‎সেখানকার এক দোকান কর্মচারী জানান, মার্কেটের মালিক বলে গেছেন বিকেল ৫টা পর্যন্ত দোকান বন্ধ রাখতে। এরপর দোকান খোলা হবে। দোকানের মালিক থাকতে বলেছেন, তাই বসে আছেন তিনি। ‎

‎সিরাজ সেন্টারের দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল আগুন লাগার পর ভবনটির সব দোকান বন্ধ রয়েছে। সকাল থেকে দোকানগুলোর মালিক ও কর্মচারীরা যারা আসছেন তাঁদের ভেতরের অবস্থা দেখার জন্য ঢুকতে দেওয়া হচ্ছে। ভবনের ভেতরে কোনো কিছু পুড়ে না গেলেও পানি, আগুনের ধোঁয়ায় কিছু মালামাল নষ্ট হয়েছে। সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। বিদ্যুৎ নেই। কখন দেয় জানা নেই। আরও দু-এক দিন মার্কেট বন্ধ থাকতে পারে বলেও জানান তাঁরা। ‎

‎দুপুর ২টার দিকে সিরাজ সেন্টারের মালিককে ভবনের নিচে বসে থাকতে দেখা যায়। পরিচয় দিয়ে কথা বলার সময় তিনি বলেন, বাইরের বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লেগেছিল। ভবনের ভেতরে কোথাও আগুন লাগেনি।

‎একই ভবনে আবাসিক ও বাণিজ্যিক অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবাসিক ও বাণিজ্যিক উভয় হিসেবেই অনুমোদন নেওয়া। ভবনে অগ্নিনির্বাপণের সবকিছুই ছিল। কোনো কিছুর ঘাটতি থাকলে এখনো বসে থাকতে পারতাম না। ‎

কথা বলা ‎শেষে নাম জানতে চাইলে তিনি বলতে রাজি হননি।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত