হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ডোবা থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে সৌরভ (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বন্দরের কুড়িপাড়া এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। 

নিহত সৌরভ একই এলাকার মোহাম্মদ সালাহউদ্দিনের ছেলে। এর আগে, গত সোমবার বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি। এরপর স্থানীয়ভাবে মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে তার পরিবার। 

নিহতের পরিবার জানায়, আজ দুপুরে বাড়ির পেছনের ডোবায় একটি শিশুর লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে সৌরভের পরিবার পরনের কাপড় দেখে পরিচয় নিশ্চিত করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। মৃত্যুর পেছনে পূর্বশত্রুতাকে দায়ী করছেন সৌরভের পরিবার। 

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানা-পুলিশের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, পরিবারের দাবি সৌরভের বড় ভাই সানির সঙ্গে নিজেদের বিরোধ রয়েছে। ছয় মাস আগে সানি বিয়ে করেন। এরপর সানির শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর মা-বাবার বিরোধ সৃষ্টি হয়। এ জন্য অনেকেই সৌরভের মৃত্যুর পেছনে বিরোধকে দায়ী করছেন। তা ছাড়া ডোবায় পড়ে গিয়েও তাঁর মৃত্যু হতে পারে। বিষয়টি ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে। 

আবু বক্কর আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সানি, তাঁর শাশুড়ি শিল্পী বেগম ও মামা শ্বশুর শরিফকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির