হোম > সারা দেশ > ঢাকা

দুই ঘণ্টার মধ্যেই ট্রেনের পশ্চিমাঞ্চলের সব টিকিট বিক্রি শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তৃতীয় দিনে দুই ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চলের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এ সময় রেলের অনলাইন টিকিটসেবায় ৯৫ লাখ ১০ হাজার মানুষ টিকিটের জন্য হিট করেছেন। অন্যদিকে দুপুর ২টার পর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। দুই অঞ্চল মিলিয়ে প্রতিদিন আসনসংখ্যা ৩৩ হাজার ৫০০। 

আজ মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে আসনসংখ্যা ১৬ হাজার। আর পূর্বাঞ্চলের আসনসংখ্যাও কাছাকাছি। সকালে পিক আওয়ারে দুই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এই সময়ে ওয়েবসাইটে হিট হয়েছে ৯৫ লাখ ১০ হাজার বার। 

তিনি বলেন, আজ ৫ এপ্রিলের টিকিট দেওয়া হয়েছে। এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে। এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে। ঈদযাত্রা নির্বঘ্ন রাখার জন্য সব ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। 

গতবার রেল পাঁচ দিনের অগ্রীম টিকিট বিক্রি করেছিল। এবার তা বাড়িয়ে সাত দিন করা হয়েছে। 

রেলওয়ে বলছে, এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তনগর ট্রেনে দৈনিক মোট আসনসংখ্যা হবে ৩৩ হাজার ৫০০। ঈদ উপলক্ষে ৩ এপ্রিল থেকে সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ডে অফ প্রত্যাহার করা হবে। ঈদ উপলক্ষে ২৪৮টি লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৫ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাচ্ছে আজ ২৬ মার্চ, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ। এ ছাড়া ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণ টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ। এ ছাড়া যাত্রীসাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি হবে। অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ১৯ এপ্রিল পর্যন্ত টিকিট পাওয়া যাবে। সাধারণত যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট শুরু করে রেল।

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী