হোম > সারা দেশ > ঢাকা

আত্মসমর্পণের পর জামিন পেলেন চয়নিকা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্মাতা চয়নিকা চৌধুরী। ছবি: সংগৃহীত

চেক প্রতারণার মামলায় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে চয়নিকা চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেন এবং একই সঙ্গে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আহমেদ এই জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ আদালতে হাজির হলেও চয়নিকা চৌধুরী উপস্থিত হননি। তাঁর পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন এবং তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ১৪ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে চয়নিকা চৌধুরীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে ২০১৪ সালের ২ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। ওই বছরের ৭ আগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয় এবং ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ‘জীবন সুন্দর হোক’ নামে একটি নাটক নির্মাণের জন্য ২০১২ সালের ২৪ আগস্ট চয়নিকা চৌধুরীর সঙ্গে চুক্তি করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ এবং চুক্তি অনুযায়ী তাঁকে ২ লাখ ৩০ হাজার টাকা দেন। একই সঙ্গে ২০১২ সালের ৩০ অক্টোবর চয়নিকা বাদী রিয়াজকে ২ লাখ ৩০ হাজার টাকার একটি চেক দেন। মামলায় অভিযোগ করা হয়েছে, চয়নিকা চুক্তিবদ্ধ হয়েও নাটক নির্মাণ করেননি এবং টাকা ফেরত চাইলে তিনি ২০১৩ সালের জানুয়ারিতে চেক নগদায়ন করতে অনুরোধ করেন। পরে একাধিকবার চেকটি ব্যাংকে জমা দেওয়া হলেও তা ডিজঅনার হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানোর পরও টাকা ফেরত না দেওয়ায় বাদী বাধ্য হয়ে আদালতে মামলা করেন।

তবে বাদীপক্ষের অভিযোগ অস্বীকার করেছেন চয়নিকা চৌধুরী। চয়নিকার আইনজীবী আবদুল কাইয়ুম খান দাবি করেন, চুক্তি অনুযায়ী তাঁর মক্কেল চয়নিকা চৌধুরী ‘জীবন সুন্দর হোক’ নামে নাটক তৈরি করে দিয়েছেন এবং সেই নাটকটি এনটিভিতে প্রচারিত হয়েছে। বিনিময়ে এনটিভি থেকে টাকাও পেয়েছেন বাদীপক্ষ।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে