জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার রাজবাড়ীতে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর ১নং আমলি আদালতে মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার এ মামলাটি দায়ের করেন। শশী আক্তারের আইনজীবী মেহেদী হাসান মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
মেহেদী হাসান জানান, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও উসকানিমূলক এবং জনগণের মনে বিভ্রান্তি ছড়ানো মূলক বক্তব্য দেওয়ায় শশী আক্তার বাদী হয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে আসামি করে রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করেন। দণ্ডবিধি রাজবাড়ীর আদালতে ৫০৪, ৫০৫ ও ৫০৫ এর 'ক' ধারা। এ সময় আদালতের দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।