হোম > সারা দেশ > ঢাকা

৩৬ লাখ টাকা আত্মসাৎ: শ্রীনগর ভেটেরিনারি হাসপাতালের অফিস সহকারীর বিরুদ্ধে দুদকের মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (বর্তমানে সাময়িক বরখাস্ত) মো. ইয়াসিন ফিরোজের (৪৯) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ সোমবার সংস্থাটির নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আলম মিয়া বাদী হয়ে এ মামলা করেন। 

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. ইয়াসিন ফিরোজের বিরুদ্ধে কাগজপত্র ও ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে ৩৬ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০০৫ সালের ২৬ মে শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যোগ দেন ফিরোজ। পরবর্তীকালে বিভিন্ন সময় প্রতারণা ও জালিয়াতি করে জাল কাগজপত্র তৈরির মাধ্যমে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং সাধারণ ভবিষ্যৎ তহবিলের হিসাব থেকে অগ্রিম হিসেবে মোট ৩৬ লাখ ৫৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি