হোম > সারা দেশ > ঢাকা

মানবাধিকারের নামে প্রতারণার অভিযোগে আটক ৯

কিশোরগঞ্জ প্রতিনিধি

মানবাধিকার সংস্থার নামে প্রতারণার অভিযোগে আটকেরা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জে মানবাধিকার সংস্থার নামে প্রতারণার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকা থেকে তাঁদের আটক করেন র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন জেলা শহরের একরামপুর এলাকার মো. জালাল উদ্দিন (৭০), নীলগঞ্জ রোড চরশোলাকিয়া এলাকার জাহাঙ্গীর আলম (৫০), মো. আরিফুল আউয়াল (৩৪), তারাপাশা এলাকার মো. এনামুল হক (৪৫), বাদ শোলাকিয়া এলাকার মো. লিটন মিয়া (৪২), সদর উপজেলার বৌলাই দক্ষিণ রাজকুন্তি গ্রামের মো. আল মামুন (৪০), আজিজুল হক মাসুদ (৪৫), ইটনা উপজেলার এলোংজুড়ি গ্রামের এস এম ফারুক (৬৮) ও করিমগঞ্জ উপজেলার সাকুয়া গ্রামের মো. সবুজ মিয়া (৪৫)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১৪-এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন। এতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকায় ভুয়া মানবাধিকার আইনি সহায়তা কেন্দ্র খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে একটি প্রতারক চক্র। পরে বুধবার রাতে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক ব্যক্তিদের প্রতারণার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’