হোম > সারা দেশ > ঢাকা

মানবাধিকারের নামে প্রতারণার অভিযোগে আটক ৯

কিশোরগঞ্জ প্রতিনিধি

মানবাধিকার সংস্থার নামে প্রতারণার অভিযোগে আটকেরা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জে মানবাধিকার সংস্থার নামে প্রতারণার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকা থেকে তাঁদের আটক করেন র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন জেলা শহরের একরামপুর এলাকার মো. জালাল উদ্দিন (৭০), নীলগঞ্জ রোড চরশোলাকিয়া এলাকার জাহাঙ্গীর আলম (৫০), মো. আরিফুল আউয়াল (৩৪), তারাপাশা এলাকার মো. এনামুল হক (৪৫), বাদ শোলাকিয়া এলাকার মো. লিটন মিয়া (৪২), সদর উপজেলার বৌলাই দক্ষিণ রাজকুন্তি গ্রামের মো. আল মামুন (৪০), আজিজুল হক মাসুদ (৪৫), ইটনা উপজেলার এলোংজুড়ি গ্রামের এস এম ফারুক (৬৮) ও করিমগঞ্জ উপজেলার সাকুয়া গ্রামের মো. সবুজ মিয়া (৪৫)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১৪-এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন। এতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকায় ভুয়া মানবাধিকার আইনি সহায়তা কেন্দ্র খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে একটি প্রতারক চক্র। পরে বুধবার রাতে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক ব্যক্তিদের প্রতারণার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন