হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নৌকার প্রচারণায় সাংসদের উপস্থিতি, ব্যবস্থা নেবেন রিটার্নিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর শেষ পথসভায় আচরণবিধি লঙ্ঘন করে সংসদ সদস্যদের (এমপি) উপস্থিতির ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। 

আজ শনিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজা আক্তার বলেন, ‘আচরণবিধির বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং আমাদের ম্যাজিস্ট্রেটরাও তা দেখছেন। আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। এটা এড়িয়ে যাওয়ার কিছু নেই। তাঁরা যে সভা করেছেন, মঞ্চে কারা কারা ছিলেন তা ম্যাজিস্ট্রেটরা প্রতিবেদন দিলে আমরা ব্যবস্থা নেব।’

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘কালকের পথসভার বিষয়টি আমরা শুনেছি। আমাদের কাছে কেউ প্রমাণসহ লিখিত অভিযোগ করেননি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা বিষয়টা দেখছে। গতকাল প্রচারণার সর্বশেষ দিন ছিল। আমরা আপনাদের নিশ্চিত করতে চাই, প্রত্যেকে প্রচারণা চালিয়েছেন। তবে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। ফলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো আইনি ব্যবস্থা নিতে হয়নি। আমরা আশা করি এমন শান্তিপূর্ণ পরিবেশই থাকবে। সবাই আমাদের সহযোগিতা করবেন।’ 

মাহফুজা আক্তার বলেন, ‘আজকে নির্বাচনের মালামাল বিতরণ হবে, আগামীকাল ভোট হবে। আমরা নির্বাচনে সুন্দর পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জের সব ভোটার ও প্রার্থীর কাছে সহযোগিতা কামনা করছি।’ 

আরও পড়ুন:

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট