হোম > সারা দেশ > ঢাকা

ত্রিমুখী বাসের সংঘর্ষে হেলপারের মৃত্যু, সেই শতাব্দী পরিবহনের চালক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ত্রিমুখী বাসের সংঘর্ষে হেলপার আব্দুল মতিন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শতাব্দী পরিবহনের বাসচালক মো. জিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১। র‍্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ আজ সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন। 

নোমান আহমদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর শাহ আলীর বিসিআইসি কলেজের সামনের শতাব্দী বাস কাউন্টার থেকে গতকাল রোববার রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার হওয়া জিয়া কিশোরগঞ্জের মো. কবিরের ছেলে। 

র‍্যাব কর্মকর্তা বলেন, ‘গত শুক্রবার আবদুল্লাহপুরের হানিফ বাস কাউন্টারের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসের চালক জিয়া বেপরোয়া গতিতে ইউটার্ন করেন। এ সময় পেছন দিকে দাঁড়িয়ে থাকা সেবা গ্রীণ পরিবহনকে ধাক্কা দেয়। গ্রীণ লাইন বাসটি হানিফ পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে বাসের হেলপার আব্দুল মতিন বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পরের দিন উত্তরা পশ্চিম থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। ওই মামলায় জিয়াকে গ্রেপ্তার করা হয়।’ 

এএসপি নোমান আহমদ বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাসের হেলপার আব্দুল মতিনের মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ