হোম > সারা দেশ > ঢাকা

আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

ঢামেক প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত রোগীদের দেখতে আসেন তিনি। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন। আহতদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্য উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাংগির আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে সদ্য দায়িত্ব নেওয়া স্বাস্থ্য উপদেষ্টা দুপুরে ঢাকা মেডিকেলে এসেছিলেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা আহতদের চিকিৎসকদের খোঁজ নেন। রোগীদের চিকিৎসার সব দায়িত্ব বর্তমান সরকারের।

তিনি আরও বলেন, সংঘর্ষের শুরু থেকে সাত শর বেশি রোগী চিকিৎসা নেয়। এ পর্যন্ত ১৯৪ জন রোগী ভর্তি আছে। সবার চিকিৎসা সরকারের পক্ষ থেকে হচ্ছে। পরীক্ষা–নিরীক্ষা ফ্রি করে দেওয়া হচ্ছে। চিকিৎসার বিষয়ে কোনো ঘাটতি হচ্ছে না।

আজকেও ২০ জনের সিটিস্ক্যান ফ্রি করা হয়েছে। কোনো রোগীর চিকিৎসার ঘাটতি থাকলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ