হোম > সারা দেশ > ঢাকা

আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

ঢামেক প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত রোগীদের দেখতে আসেন তিনি। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন। আহতদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্য উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাংগির আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে সদ্য দায়িত্ব নেওয়া স্বাস্থ্য উপদেষ্টা দুপুরে ঢাকা মেডিকেলে এসেছিলেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা আহতদের চিকিৎসকদের খোঁজ নেন। রোগীদের চিকিৎসার সব দায়িত্ব বর্তমান সরকারের।

তিনি আরও বলেন, সংঘর্ষের শুরু থেকে সাত শর বেশি রোগী চিকিৎসা নেয়। এ পর্যন্ত ১৯৪ জন রোগী ভর্তি আছে। সবার চিকিৎসা সরকারের পক্ষ থেকে হচ্ছে। পরীক্ষা–নিরীক্ষা ফ্রি করে দেওয়া হচ্ছে। চিকিৎসার বিষয়ে কোনো ঘাটতি হচ্ছে না।

আজকেও ২০ জনের সিটিস্ক্যান ফ্রি করা হয়েছে। কোনো রোগীর চিকিৎসার ঘাটতি থাকলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা