হোম > সারা দেশ > ঢাকা

আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

ঢামেক প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত রোগীদের দেখতে আসেন তিনি। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন। আহতদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্য উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাংগির আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে সদ্য দায়িত্ব নেওয়া স্বাস্থ্য উপদেষ্টা দুপুরে ঢাকা মেডিকেলে এসেছিলেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা আহতদের চিকিৎসকদের খোঁজ নেন। রোগীদের চিকিৎসার সব দায়িত্ব বর্তমান সরকারের।

তিনি আরও বলেন, সংঘর্ষের শুরু থেকে সাত শর বেশি রোগী চিকিৎসা নেয়। এ পর্যন্ত ১৯৪ জন রোগী ভর্তি আছে। সবার চিকিৎসা সরকারের পক্ষ থেকে হচ্ছে। পরীক্ষা–নিরীক্ষা ফ্রি করে দেওয়া হচ্ছে। চিকিৎসার বিষয়ে কোনো ঘাটতি হচ্ছে না।

আজকেও ২০ জনের সিটিস্ক্যান ফ্রি করা হয়েছে। কোনো রোগীর চিকিৎসার ঘাটতি থাকলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির