হোম > সারা দেশ > ঢাকা

দাদা-দাদির পাশেই শায়িত হবেন হাদিসুর

নিজস্ব প্রতিবেদক ও বিমানবন্দর প্রতিনিধি, ঢাকা

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে পৌঁছেছে। আজ সোমবার বেলা ১২টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ মরদেহটি নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে হাদিসুরের মরদেহ নিয়ে বরগুনার উদ্দেশে রওনা দিয়েছেন তাঁর স্বজনরা।

আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি বরগুনার উদ্দেশে ছেড়ে যায়।

হাদিসুরের চাচা মো. হারুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার সকাল ১০ টায় বেতাগীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর দাদা-দাদির পাশে তাঁকে শায়িত করা হবে।’ 

হাদিসুরের মরদেহ নিতে ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স, চাচাতো ভাই সোহাগ হাওলাদার, খালা শিরীন আক্তার মমতাজ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বিমানবন্দরে উপস্থিত হন।

এর আগে, ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় গতকাল রোববার  হাদিসুর রহমানের মরদেহ দেশে আসেনি। ইস্তাম্বুলে ভারী তুষারপাতের কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছিল।

গত ২ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে ইউক্রেনের মলদোভা বন্দরে আটকে পড়া জাহাজটিতে রকেট হামলা হয়। হামলায় হাদিসুর রহমান নিহত হন। এ ঘটনায় জাহাজে থাকা বাকি ২৮ নাবিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানাতে থাকেন।

এ পরিস্থিতিতে গত ৩ মার্চ অক্ষত ২৮ নাবিক এবং হাদিসুরের মরদেহ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইউক্রেনের একটি বাংকারে নেওয়া হয়। সেখানে হাদিসুরের মরদেহ রেখে বাকি নাবিকদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়। গত ৯ মার্চ দুপুর ১২টার দিকে তাঁরা দেশে ফিরেছেন।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল