হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে স্বামী সোনা মিয়া (৫২) স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দেওবাড়ী বনের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

মৃতের নাম সাহিদা আক্তার (৪০)। তিনি কৈয়ামধু গ্রামের কারিগরপাড়া এলাকার বাসিন্দা সোনা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন। তাঁদের এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে। 

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সূত্রে জানা গেছে, আজ সকালে সোনা মিয়া তাঁর স্ত্রী সাহিদাকে নিয়ে লাকড়ি কাটতে দেওবাড়ী বনে যান। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোনা মিয়া দা দিয়ে সাহিদাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। এ সময় মাথার মগজ ও ভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই মারা যান সাহিদা। 

প্রত্যক্ষদর্শী এক নারীর বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আলী আসিফ আজকের পত্রিকাকে বলেন, যখন সাহিদাকে কোপানো হচ্ছিল, তখন তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেও বাঁচতে পারেননি।

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মরদেহের মাথায় ও পেটে দা দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইলে পাঠানো হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ