হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে স্বামী সোনা মিয়া (৫২) স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দেওবাড়ী বনের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

মৃতের নাম সাহিদা আক্তার (৪০)। তিনি কৈয়ামধু গ্রামের কারিগরপাড়া এলাকার বাসিন্দা সোনা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন। তাঁদের এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে। 

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সূত্রে জানা গেছে, আজ সকালে সোনা মিয়া তাঁর স্ত্রী সাহিদাকে নিয়ে লাকড়ি কাটতে দেওবাড়ী বনে যান। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোনা মিয়া দা দিয়ে সাহিদাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। এ সময় মাথার মগজ ও ভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই মারা যান সাহিদা। 

প্রত্যক্ষদর্শী এক নারীর বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আলী আসিফ আজকের পত্রিকাকে বলেন, যখন সাহিদাকে কোপানো হচ্ছিল, তখন তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেও বাঁচতে পারেননি।

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মরদেহের মাথায় ও পেটে দা দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইলে পাঠানো হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা