হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার প্রবেশপথগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সাভার

ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান নিতে শুরু করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। রাজধানীর প্রবেশপথ আমিনবাজার ও গাবতলীতে মিছিল করেছেন তারা।

আজ শনিবার সকাল ১০টার দিকে আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিব আহমেদের নেতৃত্বে মিছিল করেছেন নেতা-কর্মীরা। তবে পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। তাঁরা এখন সড়কের পাশে অবস্থান করছেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফি বলেন, ঢাকা-আরিচা সড়ক একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই সড়কে অবৈধভাবে কোনো কর্মসূচি পালন করার সুযোগ নেই। কেউ এই মহাসড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের তুলে দেবে।

আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিব আহমেদ বলেন, ‘মহাসড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ সরিয়ে দেয়। আমরা সড়কের পাশে অবস্থান করছি।’

গাবতলীতে অবস্থানের বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আনাম বলেন, ‘আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সাহায্য করতে মাঠে আছি।’

এদিকে রাজধানীর বাবুবাজার এবং শনির আখড়ায়ও অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে