হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার প্রবেশপথগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সাভার

ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান নিতে শুরু করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। রাজধানীর প্রবেশপথ আমিনবাজার ও গাবতলীতে মিছিল করেছেন তারা।

আজ শনিবার সকাল ১০টার দিকে আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিব আহমেদের নেতৃত্বে মিছিল করেছেন নেতা-কর্মীরা। তবে পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। তাঁরা এখন সড়কের পাশে অবস্থান করছেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফি বলেন, ঢাকা-আরিচা সড়ক একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই সড়কে অবৈধভাবে কোনো কর্মসূচি পালন করার সুযোগ নেই। কেউ এই মহাসড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের তুলে দেবে।

আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিব আহমেদ বলেন, ‘মহাসড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ সরিয়ে দেয়। আমরা সড়কের পাশে অবস্থান করছি।’

গাবতলীতে অবস্থানের বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আনাম বলেন, ‘আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সাহায্য করতে মাঠে আছি।’

এদিকে রাজধানীর বাবুবাজার এবং শনির আখড়ায়ও অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু