হোম > সারা দেশ > ঢাকা

কর্মচারী থেকে দোকানের মালিক সাদ্দাম, অতঃপর স্বপ্ন পুড়ে ছাই

ফারুক ছিদ্দিক, ঢাকা

সাদ্দাম হোসেন। বঙ্গবাজার মার্কেটে তাঁর একটি দোকান ছিল। ১০ বছরের বেশি সময় ধরে বঙ্গবাজার মার্কেটে কর্মচারী হিসেবে কাজ করে অবশেষে একটি দোকান দিয়েছেন সাদ্দাম। কিন্তু গতকাল মঙ্গলবার আগুনে তাঁর স্বপ্ন পুড়ে ছাই। দোকানে ছিল নগদ ৫০ হাজার টাকা ও ৫ লাখ টাকার মালামাল। 

সরকারি কর্মচারী হাসপাতালের মোড়ে পুড়ে যাওয়া টাকার বাক্স নিয়ে বসে আছেন সাদ্দাম। আজকের পত্রিকার এই প্রতিবেদকের সঙ্গে কথা হলে সাদ্দাম বলেন, ‘আমার যাওয়ার রাস্তা নেই।’ 

সাদ্দাম হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৭ নম্বর ইউনিয়ন দরবেশপুরে, আছেন বাবা-মা, কিছুদিন পরে বিয়ের পিঁড়িতে বসতেন দোকানের কর্মচারী থেকে মালিক হওয়া সাদ্দাম। অবশেষে পুড়ে গেল দোকান আর টাকা, বসা হলো না বিয়ের পিঁড়িতে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘১০ বছর যাবৎ অনেক কষ্ট করছি। খেয়ে-না খেয়ে টাকা জমিয়ে তিন মাস হচ্ছে দোকান দিলাম। জানুয়ারির শুরুতে বিসমিল্লাহ বইলা দোকান দিছি, আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। বাড়িতে আব্বা-আম্মা অসুস্থ। আমি কোথায় যাব ভাই? কিছু জায়গা-সম্পত্তি ছিল, সেগুলো বিক্রি কইরা দোকান দিছি। আর কিছু জমানো টাকা ছিল, পাঁচ লাখ টাকার মালামাল ছিল। রমজানে বিক্রি করার জন্য তুলছি, প্রতিদিন আব্বা-আম্মার জন্য ওষুধ কেনা লাগে, আমি এখন তাঁদের ওষুধ কিনে দিব কেমনে?’ 

সাদ্দাম আরও বলেন, ‘আমার মতো অনেকেই নিঃস্ব হয়ে গেছে। যাওয়ার রাস্তা নেই, ঘুরে দাড়াব কীভাবে? সরকারের পক্ষ থেকে কিছু করা না হলে হয়তবা আবার কোনো এক দোকানে চাকরি কইরা খেতে হবে। সরকার যেন আমাদের লইগা কিছু করে ভাই। না হয় যাব কই? বাবা-মায়ের দিকে তাকাব কেমনে? সম্পত্তি ছিল, বিকরি কইরা দিছি।’ বলতে বলতে চোখের পানি মোছেন সাদ্দাম হোসেন।

আরও খবর পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট