হোম > সারা দেশ > ঢাকা

কর্মচারী থেকে দোকানের মালিক সাদ্দাম, অতঃপর স্বপ্ন পুড়ে ছাই

ফারুক ছিদ্দিক, ঢাকা

সাদ্দাম হোসেন। বঙ্গবাজার মার্কেটে তাঁর একটি দোকান ছিল। ১০ বছরের বেশি সময় ধরে বঙ্গবাজার মার্কেটে কর্মচারী হিসেবে কাজ করে অবশেষে একটি দোকান দিয়েছেন সাদ্দাম। কিন্তু গতকাল মঙ্গলবার আগুনে তাঁর স্বপ্ন পুড়ে ছাই। দোকানে ছিল নগদ ৫০ হাজার টাকা ও ৫ লাখ টাকার মালামাল। 

সরকারি কর্মচারী হাসপাতালের মোড়ে পুড়ে যাওয়া টাকার বাক্স নিয়ে বসে আছেন সাদ্দাম। আজকের পত্রিকার এই প্রতিবেদকের সঙ্গে কথা হলে সাদ্দাম বলেন, ‘আমার যাওয়ার রাস্তা নেই।’ 

সাদ্দাম হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৭ নম্বর ইউনিয়ন দরবেশপুরে, আছেন বাবা-মা, কিছুদিন পরে বিয়ের পিঁড়িতে বসতেন দোকানের কর্মচারী থেকে মালিক হওয়া সাদ্দাম। অবশেষে পুড়ে গেল দোকান আর টাকা, বসা হলো না বিয়ের পিঁড়িতে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘১০ বছর যাবৎ অনেক কষ্ট করছি। খেয়ে-না খেয়ে টাকা জমিয়ে তিন মাস হচ্ছে দোকান দিলাম। জানুয়ারির শুরুতে বিসমিল্লাহ বইলা দোকান দিছি, আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। বাড়িতে আব্বা-আম্মা অসুস্থ। আমি কোথায় যাব ভাই? কিছু জায়গা-সম্পত্তি ছিল, সেগুলো বিক্রি কইরা দোকান দিছি। আর কিছু জমানো টাকা ছিল, পাঁচ লাখ টাকার মালামাল ছিল। রমজানে বিক্রি করার জন্য তুলছি, প্রতিদিন আব্বা-আম্মার জন্য ওষুধ কেনা লাগে, আমি এখন তাঁদের ওষুধ কিনে দিব কেমনে?’ 

সাদ্দাম আরও বলেন, ‘আমার মতো অনেকেই নিঃস্ব হয়ে গেছে। যাওয়ার রাস্তা নেই, ঘুরে দাড়াব কীভাবে? সরকারের পক্ষ থেকে কিছু করা না হলে হয়তবা আবার কোনো এক দোকানে চাকরি কইরা খেতে হবে। সরকার যেন আমাদের লইগা কিছু করে ভাই। না হয় যাব কই? বাবা-মায়ের দিকে তাকাব কেমনে? সম্পত্তি ছিল, বিকরি কইরা দিছি।’ বলতে বলতে চোখের পানি মোছেন সাদ্দাম হোসেন।

আরও খবর পড়ুন:

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাব সেজে ডাকাতি: ৩৪ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬