হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরছালিন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্র ফরিদ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরছালিন মামুনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মুরছালিন মামুনের বাড়ি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে। তিনি শ্রীপুর উপজেলা যুবলীগের সদস্য। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘গ্রেপ্তার মুরছালিন মামুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কলেজছাত্র ফরিদ হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’ 

উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দীন বলেন, ‘মুরছালিন মামুন উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমান কমিটির সদস্য হিসেবে রয়েছেন।’ 

নিহত কলেজছাত্র মো. ফরিদ (২২) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উজিলাব গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে। তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

গত ২১ মে রাতে এলাকায় আধিপত্য বিস্তারের জেরে উপজেলার টেপিরবাড়ি গ্রামের নোমান গ্রুপের একটি শিল্প প্রতিষ্ঠানের সামনে দুই পক্ষের গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে কলেজছাত্র ফরিদ মারা যান। এই ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বাদী হয়ে ২৭ জনের নামে মামলা দায়ের করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন