হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরছালিন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্র ফরিদ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরছালিন মামুনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মুরছালিন মামুনের বাড়ি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে। তিনি শ্রীপুর উপজেলা যুবলীগের সদস্য। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘গ্রেপ্তার মুরছালিন মামুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কলেজছাত্র ফরিদ হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’ 

উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দীন বলেন, ‘মুরছালিন মামুন উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমান কমিটির সদস্য হিসেবে রয়েছেন।’ 

নিহত কলেজছাত্র মো. ফরিদ (২২) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উজিলাব গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে। তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

গত ২১ মে রাতে এলাকায় আধিপত্য বিস্তারের জেরে উপজেলার টেপিরবাড়ি গ্রামের নোমান গ্রুপের একটি শিল্প প্রতিষ্ঠানের সামনে দুই পক্ষের গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে কলেজছাত্র ফরিদ মারা যান। এই ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বাদী হয়ে ২৭ জনের নামে মামলা দায়ের করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট