হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম দুলাল উদ্দিন (৬০)। 

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ডেমরা চৌরাস্তা স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে মৃত দুলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী বলেন, তাঁদের বাড়ি নোয়াখালী সদর উপজেলার মাহাতাবপুর গ্রামে। বর্তমানে ডেমরা সারুলিয়া এলাকায় ভাড়া থাকেন। তাঁর বাবা এলাকায় ভ্যানে মাল টানার কাজ করতেন। 

তিনি আরও বলেন, দুপুরে সারুলিয়া থেকে ভ্যানে করে চালের বস্তা নিয়ে ডেমরা কোনাপাড়া এলাকায় যাচ্ছিলেন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এলে একটি প্রাইভেট কারের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। জানতে পেরে অন্য লোকজনের সহায়তায় বাবাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা প্রাইভেট কারটি ধরে রেখেছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানায় অবহিত করা হয়েছে।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে