হোম > সারা দেশ > মাদারীপুর

অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, কুপিয়ে গৃহবধূকে জখম

মাদারীপুর প্রতিনিধি

অস্ত্রের মুখে জিম্মি করে ‘সাপ্তাহিক কালকিনি বার্তা’র সাবেক সম্পাদক ও প্রকাশক মরহুম দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে তাঁর স্ত্রী আসমা ইয়াসমিনকে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতেরা। গতকাল দিবাগত রাত ২টার দিকে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল ক্ষতিগ্রস্ত পরিবারের বরাতে জানান, গতকাল দিবাগত রাত ২টার থেকে ভোর ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা অস্ত্রের মুখে জিম্মি করে কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামের মৃত দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বারান্দার গ্রিল কেটে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের চারজনের মুখে কাপড় বেঁধে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিলে দা দিয়ে গৃহিণী আসমা ইয়াসমিনকে কুপিয়ে জখম করে। এ সময় ডাকাতেরা ২১ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ফোন, ১ লাখ ২৫ হাজার টাকা এবং কাপড়সহ ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে আহত আসমা ইয়াসমিনের ভাই এনামুল হক জুয়েল জানান, ‘আমার দুলাভাই মরহুম দেলোয়ার হোসেন দুলাল সাপ্তাহিক কালকিনি’বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এ ছাড়া তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এসব কারণে হয়তো তাঁর অনেক শত্রু ছিল। এলাকার দুষ্কৃতকারীরা মিলে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় মামলা করা হবে।’ 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল