হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় চিকিৎসক না থাকায় ২ ডেন্টাল কেয়ার সাময়িক বন্ধ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিকিৎসক না থাকায় দুটি ডেন্টাল কেয়ার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার সকালে উপজেলার পাটগাতী বাজারের মেঘা ডেন্টাল কেয়ার ও মোহনা ডেন্টাল কেয়ারে তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ করে দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈনুল হক। 

ইউএনও বলেন, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে চেম্বার দুটির চিকিৎসক চেম্বার খোলা রেখে চলে যান। এ কারণে চেম্বারে তাঁদের পাওয়া যায়নি। এমনকি কেউ চেম্বার দুটির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে তাদের ব্যবস্থাপত্র জব্দ করে চেম্বার দুটি তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে চেম্বার দুটি খোলার অনুমতি দেওয়া হবে। 

টুঙ্গিপাড়ায় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলিফ শাহরিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন