হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতা-কর্মীর মুক্তির দাবিতে মানববন্ধন 

ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্রলীগের হামলা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আহত অবস্থায় পুনরায় ছাত্রলীগের হামলা ও গ্রেপ্তার ২৪ নেতা-কর্মীর মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হামলা ও মামলার ঘটনাটির সুস্পষ্ট বিচার এবং কারাগারে থাকা ২৪ নেতা-কর্মীর মুক্তির দাবি জানানো হয়।

স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চারের (স্যাট) প্রতিষ্ঠাতা ও ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সহসাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসুসুম, শিক্ষানবিশ আইনজীবী ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মোল্লা ফারুক আহসান, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া, উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাইদ খান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

জাবির আহমেদ জুবেল বলেন, ‘ছাত্রলীগের এই হামলা ও মামলার ঘটনাটি সারা দেশের পরিস্থিতিই আমাদের জানান দেয়। এখন কোনো সরকার দেশ চালায় না। এখন পুলিশি রাজত্ব চলে। আর ছাত্রলীগ সেই পুলিশেরই একটি অংশ হিসেবে কাজ করে।’

মোল্লা ফারুক আহসান বলেন, প্রতিটি জনগণের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। মত প্রকাশ করতে গেলেই হামলা, মামলা আবার গ্রেপ্তার এটা কীসের আলামত? ২৪ জনকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। তাদের মুক্তি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি। এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রতিনিধি বলেও মন্তব্য করেন তিনি।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫