হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে সাপের ছোবলে প্রাণ গেল শিশুর 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে সাপের ছোবলে রাফিয়া খান নামের দেড় বছর বয়সি এক শিশু মারা গেছে। গতকাল সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। গতকাল রাত ৮টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার এলাকার গুয়াগাছিয়া গ্রামে শিশুটিকে সাপে ছোবল দেয়। সে ওই গ্রামের রাকিব খানের মেয়ে। 

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে শিশুটি ঘরের সিঁড়িতে পা ঝুলিয়ে বসে ছিল। হঠাৎ চিৎকার দিলে স্বজনেরা ছুটে গিয়ে শিশুটির পায়ে কামড়ের দাগ দেখতে পান। এরপর সিঁড়ির নিচে সাপ দেখতে পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি বমি করতে শুরু করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় শিশুটির। 

শিশুটির বাবা রাকিব খান বলেন, ‘ঘরের দুয়ারে সিঁড়িতে গিয়ে বসার পরই পায়ে কামড় দেয়। আমার মেয়ে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল। মেয়েটিকে বাঁচানো গেল না।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯