হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ছুরিকাঘাতে কিশোর খুন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে কিশোর খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. লিমন (১৭)। এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিক দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে ৩ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। 

নিহত কিশোর জামালপুরের মো. খালেকের ছেলে। তুরাগের দলিপাড়া ভূমি অফিসের পেছনে থাকত। 

নিহত লিমনের বন্ধু দ্বীপ জানায়, লিমনের এক বন্ধু তাকে চোর বলেছিল। লিমনও তাকে চোর বলে। পরে লিমনকে ছুরিকাঘাত করা হয়। 

ঘটনাস্থলের পাশের বাড়ির কেয়ারটেকার মাজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে একটা চিৎকার শুনি। পরে দেখি একটা ছেলেকে তিনটা ছেলে ধরাধরি করে নিয়ে গেছে।’ 

অন্যান্য প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, এক বন্ধুকে আরেক বন্ধু ছুরিকাঘাত করার ঘটনায় এলাকার লোকজন দুজনকে আটক করে। পরে উত্তরা পশ্চিম থানার এসআই শুভংকর আটক করে থানায় নিয়ে গেছেন। 

আটক প্রসঙ্গে জানতে এসআই শুভংকরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, উত্তরায় ছুরিকাঘাত করা যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢামেক হাসপাতালে মর্গে রয়েছে।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ