হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি মিন্টুর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ ও হত্যার ঘটনায় করা অপহরণ মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ এই আদেশ দেন।

আজ বুধবার মিন্টুর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত সোমবার (২ জুন) হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিলেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় মুক্তি মিলছে না।

এর আগে অপহরণের অভিযোগ এনে গত বছরের ২২ মে আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি। মামলার পর গত বছরের ১১ জুন জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থেকে সাইদুল করিম মিন্টুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চিকিৎসার কথা বলে গত বছরের ১২ মে ভারতে যান আনার। সেখানে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে তিনি খুন হন বলে খবর প্রচার হয়। ওই ঘটনায় ভারতেও একটি হত্যা মামলা হয়েছে।

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট