হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি মিন্টুর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ ও হত্যার ঘটনায় করা অপহরণ মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ এই আদেশ দেন।

আজ বুধবার মিন্টুর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত সোমবার (২ জুন) হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিলেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় মুক্তি মিলছে না।

এর আগে অপহরণের অভিযোগ এনে গত বছরের ২২ মে আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি। মামলার পর গত বছরের ১১ জুন জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থেকে সাইদুল করিম মিন্টুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চিকিৎসার কথা বলে গত বছরের ১২ মে ভারতে যান আনার। সেখানে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে তিনি খুন হন বলে খবর প্রচার হয়। ওই ঘটনায় ভারতেও একটি হত্যা মামলা হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু