হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনায় মামলা, প্রাইভেটকার চালক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক তৈয়ব আলী (৬০) ও যাত্রী তাইফুর রহমান সুমন (২৮) নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালকের ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে মামলাটি করেন। এঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

এর আগে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড়ে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় সিএনজি অটোরিকশা চালক ও যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক প্রাইভেটকার চালক বুলবুলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ ঘটনায় দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। অপরদিকে নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়াও গ্রেপ্তার হওয়া প্রাইভেটকার চালক বুলবুলকে আদালতে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন আল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ১৩ নম্বর সেক্টরে দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনায় নিহত সিএনজি চালকের ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় একটি মামলা করেছেন। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।’

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক