রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক তৈয়ব আলী (৬০) ও যাত্রী তাইফুর রহমান সুমন (২৮) নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালকের ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে মামলাটি করেন। এঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড়ে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় সিএনজি অটোরিকশা চালক ও যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক প্রাইভেটকার চালক বুলবুলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন আল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ১৩ নম্বর সেক্টরে দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনায় নিহত সিএনজি চালকের ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় একটি মামলা করেছেন। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।’