হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় বউচি খেলা দেখতে মানুষের ঢল

প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বউচি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার নারান্দী ইউনিয়নের গাংকুল পাড়া খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার গাংকুলপাড়া যুব সমাজ এ খেলার আয়োজন করে। এ সময় গ্রামীণ এ খেলা দেখতে দর্শকের ঢল নামে।

খেলা দেখতে আসা ষাটোর্ধ্ব সিরাজুল ইসলাম বলেন, ‘নাতিকে নিয়ে বউচি খেলা দেখতে এলাম। অনেক দিন পর বউচি খেলা দেখলাম। খুব ভালো লেগেছে। আগে প্রায় সময়ই এসব খেলাধুলা হতো। এখন হয় না বললেই চলে।’

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারান্দী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মজিবুর রহমান সোহাগ। সোহাগ বলেন, ‘এখনকার ছেলে-মেয়েরা গ্রামীণ এসব খেলাধুলা ভুলে যেতে বসেছে। মোবাইল গেমসের আসক্তিতে জড়িয়ে পড়ছে তরুণ সমাজ। তাদের সুশৃঙ্খল ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে গ্রামীণ খেলাধুলার বিকল্প নেই। তাই আয়োজক কমিটিসহ তরুণ সমাজকে বেশি বেশি করে গ্রামীণ এ সব খেলার আয়োজন করতে অনুরোধ করছি।’

বউচি খেলায় প্রথম স্থান অধিকার করেন আলমগীর (৩৪) নামে নারান্দী গ্রামের এক যুবক। তিনি ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হয়। প্রথম স্থান অধিকারীকে একটি বাইসাইকেল, দ্বিতীয় স্থান অধিকারীকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তৃতীয় স্থান অর্জনকারীকে একটি সাধারণ মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়।

খেলায় আরও উপস্থিত ছিলেন নারান্দী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল হাশিম, সুখিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এরশাদ মিয়া প্রমুখ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট