হোম > সারা দেশ > রাজবাড়ী

সাবেক এমপি কেরামত ২ দিনের রিমান্ডে, আরও এক মামলায় গ্রেপ্তারের আদেশ

রাজবাড়ী প্রতিনিধি

: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলীকে আজ সোমবার রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক মো. তামজিদ আহমেদ পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় দুপুরে সাবেক এমপি কাজী কেরামত আলীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় এমপিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে বিচারক তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আব্দুর রাজ্জাক আরও বলেন, গত ৬ এপ্রিল রাতে রাজধানীর মহাখালী থেকে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পর দিন রাজবাড়ীর আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি এই মামলায় জেলা কারাগারে আছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বড়পুল মোড়ে অবস্থানকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় ৩০ আগস্ট ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকেও আসামি করা হয়। রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ