হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 

মো. বাইজিদ হোসাইন। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. বাইজিদ হোসাইন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে শিবচরের পাঁচ্চরে যাত্রীছাউনির কাছে রাস্তা পার হওয়ার সময় ট্রাক ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়।

নিহত বাইজিদ শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মো. ফারুক শরিফ ও মুন্নি আক্তার দম্পতির ছেলে। সে পাঁচ্চরের এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পাশে সাইন প্রি ক্যাডেট স্কুল নামের কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে অসংখ্য ডাম্পট্রাক বালু নিয়ে যাতায়াত করে। এসব ট্রাকের বেশির ভাগ চালকই অপ্রাপ্তবয়স্ক। ড্রাইভিং লাইসেন্স নেই তাদের। সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। গত বৃহস্পতিবার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশুটিকে ধাক্কা দেয় একটি ডাম্পট্রাক। এগুলো বন্ধ করা জরুরি।’

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে