হোম > সারা দেশ > ঢাকা

অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁশঝাড়ে নিয়ে খুন করলেন স্বামী

সাভার (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার সোহাগ মোল্লা। ছবি: আজকের পত্রিকা

পরকীয়া সম্পর্কের জেরে প্রথম স্বামীকে ছেড়ে সোহাগকে বিয়ে করেছিলেন পোশাকশ্রমিক তানিয়া আক্তার (২৪)। দ্বিতীয় স্বামী সন্তান নিতে অস্বীকৃতি জানাতেই শুরু হয় বিপত্তি। তানিয়া অন্তঃসত্ত্বা হয়েছেন জানার পরেই তাঁকে হত্যার পরিকল্পনা করেন সোহাগ। পরিকল্পনামাফিক বাঁশঝাড়ে নিয়ে প্রথমে শারীরিক সম্পর্ক ও পরে গলায় ওড়না পেঁচিয়ে তানিয়াকে হত্যা করেন তিনি। সোহাগকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে তানিয়ার নিষ্ঠুর হত্যাকাণ্ডের রহস্য।

আজ রোববার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। এর আগে গতকাল শনিবার গভীর রাতে সোহাগকে আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিহত তানিয়া আক্তার (২৪) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নুরুল হকের মেয়ে। গ্রেপ্তার সোহাগ মোল্লা (৩৫) নওগাঁ সদর থানার খিদিরপুর গ্রামের বাছের আলী মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার সাভারের বিরুলিয়া এলাকার একটি বাঁশঝাড় থেকে অর্ধনগ্ন অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধারের পর তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে নিহত ব্যক্তির বাবা হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে সন্দেহভাজন হিসেবে নিহত ব্যক্তির বর্তমান স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে স্বামী সোহাগ এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

একই কারখানায় কাজ করার সুবাদে সোহাগ ও তানিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তানিয়া তাঁর প্রথম স্বামীকে তালাক দিয়ে সোহাগকে বিয়ে করে আশুলিয়ায় ভাড়াবাসায় সংসার শুরু করেন। একপর্যায়ে সন্তান নেওয়ার কথা বললে তাতে অস্বীকৃতি জানান সোহাগ এবং এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এর জেরেই তানিয়াকে বেড়ানোর কথা বলে ঘটনাস্থলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন সোহাগ।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভির ফুটেজ, আলামত সংগ্রহ ও পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন সোহাগ। নিহত ব্যক্তির বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোহাগকে আজ আদালতে পাঠানো হয়েছে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ